How can I make my business get featured on digital magazines and blogs is there any way to approach the blog owner for the same?

How can I make my business get featured on digital magazines and blogs is there any way to approach the blog owner for the same?

How can I make my business get featured on digital magazines and blogs is there any way to approach the blog owner for the same?


স্কুলে ঢুকে পড়ল বিষধর গোখরো সাপ। শনিবার সকালে এমনই ঘটনার সাক্ষী হয়েছে পূর্ব বর্ধমানের (East Burdwan ) নতুনগ্রামের প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা। একেবারে স্কুলের মধ্যে বিষধর ঢুকে পড়ায় গোটা স্কুলে চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা। স্কুলে সাপ ঢোকার খবর পেয়ে ছুটে আসেন অনেক অভিভাবক-অভিভাবিকারাও। তবে স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বন দফতরের কর্মীরা স্কুলে এসে বিষধর সাপটিকে ধরে নিয়ে যান। তবে স্কুলের মধ্যে সাপ ঢুকে পড়ার ঘটনায় গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাদের অভিভাবক-অভিভাবিকারা। স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন বেলার দিকে পূর্ব বর্ধমানের (East Burdwan) নতুনগ্রামের এফপি স্কুলে প্রার্থনার পর ক্লাস শুরু হওয়ার আগেই হই-চই শুরু হয়ে যায়। জানা যায়, স্কুলের ভিতর একটি বড় বিষধর সাপ ঢুকে পড়েছে। স্কুলের গুদামঘরে সাপটি দেখা যায়। এদিকে, স্কুলের ভিতর সাপ ঢোকার খবরেই আতঙ্কিত হয়ে পড়েন ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা। স্কুলের ভিতর সাপ ঢুকে পড়ার খবর পেয়ে ছুটে আসেন খুদে পড়ুয়াদের অভিভাবক-অভিভাবিকারাও। রীতিমতো চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন তাঁরা। এফপি স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার দাস অবশ্য আতঙ্কিত না হয়ে শান্ত মাথায় পুরো বিষয়টি সামাল দেন। সাপ ঢুকে পড়ার খবর পেয়েই তিনি খবর দেন বন দফতরে। তারপর কিছুক্ষণের মধ্যেই বন দফতরের কর্মীরা স্কুলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। স্কুলের গুদাম ঘর থেকেই সাপটিকে উদ্ধার করা হয়। বনকর্মী বাপন বৈরাগী বলেন, সাপট বিষধর গোখরো ছিল। ঠাণ্ডা জায়গা পেয়ে স্কুলের গুদাম ঘরে সাপটি ঢুকে পড়ে। এছাড়া ওই গুদাম ঘরটি খুব নোংরা এবং সংকীর্ণ। সাপটিকে বাগে আনতে বহু কসরত করতে হয়েছে বলেও জানান তিনি। বনকর্মীরা সাপটিকে ধরে নিয়ে গেলেও গোটা ঘটনায় আতঙ্কিত এফপি স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক-অভিভাবিকারা। এক ছাত্রের অভিভাবিকা হাসিনা বিবি বলেন, আমাদের ছেলে স্কুলে আছে। স্কুলে সাপ ঢোকার খবর পেয়েই আমরা আতঙ্কে সবাই ছুটে আসি। স্কুলে যেখানে শতাধিক ছোট ছোট ছাত্র-ছাত্রী পড়ে, সেখানে সাপ ঢোকার ঘটনায় সকলের নিরাপত্তা ও স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবক-অভিভাবিকারা। যদিও, স্কুলে সাপ ঢোকার বিষয়ে প্রধান শিক্ষকের সাফাই, বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। কলের পাশে নালার সঙ্গে ডোবার সংযোগ আছে। সেই পথ ধরেই সাপটি গুদামে চলে আসে।' তবে ওই ঘরটি পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও প্রধান শিক্ষক জানিয়েছেন।



Post a Comment

0 Comments