How to create a private blog photo blog free uploading many photos?

How to create a private blog photo blog free uploading many photos?



ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ দেখতে আপাতত এজবাস্টনেই রয়েছেন ভারতীয় ক্রিকেটের বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ইংল্যান্ড থেকেই হয়েছিল মহারাজের উত্থান। লর্ডসের মাটিতে অভিষেক টেস্টেই ঝকঝকে শতরান এক লহমায় গোটা ক্রিকেটবিশ্বে ধামাকা তৈরি করেছিল। তাবড় তাবড় ক্রিকেটাররা তাঁকে কুর্নিশ জানাতে বাধ্য হয়েছেন। কেউ প্রয়োজনে, কেউ বা আবার ভালোবেসে। তবে এই ভালোবাসার তালিকায় ছিলেন ইংল্যান্ডের ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার জিওফ্রে বয়কট। ১৩১ রানের ওই ইনিংসের পর সৌরভকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। আর বয়কট সৌরভকে ভালোবেসে 'প্রিন্স অফ ক্যালকাটা' বলে ডাকতে শুরু করেন। সৌরভের ডাকনাম ছিল মহারাজ। আর সেই নামের আক্ষরিক ইংরেজি তর্জমা করতে না পারলেও বয়কট তাঁকে প্রিন্স বলে ডাকতে শুরু করেন। আর সৌরভ যেহেতু কলকাতার বেহালা থেকে উঠে এসেছেন, তাই বাকি হিসেবটুকু আর মেলাতে কোনও অসুবিধেই থাকল না। ১৯৯৬ সালের সেই ইনিংসের পর মাঝখানে কেটে গিয়েছে বেশ অনেকগুলো বছর। ক্রিকেট কেরিয়ারে বহু চড়াই-উতরাইয়ের সাক্ষী থাকার পর সৌরভ আজ বিসিসিআই প্রেসিডেন্ট। অন্যদিকে ক্যান্সারের কারণে ক্রিকেট ধারাভাষ্য অনেকটাই কমিয়ে দিয়েছেন বয়কটও। কিন্তু, এজবাস্টন দ্বিতীয় দিন যখন বিশ্ব ক্রিকেটের এই দুই মহারথী একে অপরের সঙ্গে আবারও দেখা করলেন, তখনও বয়কটের চোখে সেই ভালোবাসার ছাপই দেখতে পাওয়া গেল। আসলে জিওফ্রে বয়কটের একটা নতুন বই 'বিয়িং জিওফ্রে বয়কট' প্রকাশিত হতে চলেছে। আর তিনি চাইছিলেন, তাঁর প্রিয় 'প্রিন্স অফ ক্যালকাটা'র হাতেই এই বইয়ের শুভ উদ্বোধন হোক। যেমন ভাবা, ঠিক তেমনই কাজ। এজবাস্টনের ভিআইপি বক্সে চলে এলেন বয়কট। যেহেতু বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল, তাই সৌরভও ছিলেন খানিকটা হালকা মেজাজে। তিনিও হাসিমুখে বয়কটের দিকে এগিয়ে আসেন এবং বইটি উদ্বোধন করেন। এরপর করতালিতে গোটা বক্স ভরে ওঠে। এবার একটু ম্যাচের কথায় আসা যাক। প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দল ৪১৬ রানে অলআউট হয়ে যায়। ঋষভ পন্থ (১৪৬) এবং রবীন্দ্র জাদেজা (১০৪) দুরন্ত শতরান করেছেন। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান তুলে নেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জসপ্রীত বুমরাহ। তিনি নিজে অবশ্য ১৬ বলে ৩১ রান করেছেন। তবে শুধুমাত্র ব্যাট হাতেই নয়, বল হাতেও কামাল দেখিয়েছেন বুমরাহ। এখনও পর্যন্ত ইংল্যান্ডের ৬০ রানে তিনটে উইকেট পড়ে গিয়েছে। আর এই তিনটে উইকেটই শিকার করেছেন বুমরাহ।



Post a Comment

0 Comments