Michael Madhusudan Dutta quotes in Bengali

 Michael Madhusudan Dutta

Michael Madhusudan Dutta quotes in Bengali


বংশ পরিচয়ও রচনাসম্ভারঃ ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি যশাের জেলার সাগরদাঁড়ি গ্রামে মধুসূদনের জন্ম । পিতা প্রখ্যাত আইনজীবী রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবী । হিন্দু কলেজে অধ্যয়নের সময় ইংরেজি কবিতা রচনায় আত্মনিয়ােগ করেন । এই সময় তিনি খ্রিস্টধর্মে দীক্ষিত হন।তখনই মধুসূদনের জীবন বাঁক নেয় অন্য দিকে । " Captive Ladia এবং ' Visions of the past'— এই দুটি ইংরেজি কাব্যের সরণি বেয়ে কবি ‘ পরভাষা চর্চার শীর্ষে উঠতে চাইলেন । কিন্তু আত্মােপলব্ধির পথ ধরে আবার ফিরে এলেন বিবিধ রত্ন সম্বলিত বঙ্গভান্ডারে । আত্মনিয়ােগ করলেন মাতৃভাষা বাংলাতে কাব্যচর্চায় । অমিত প্রতিভাধর মধুসূদনের খ্যাতির চিরকালীন ফসল হল— তিলােত্তমা সম্ভব ’ , ‘ মেঘনাদ বধ ’ , ‘ ব্রজাঙ্গনা’ও বীরাঙ্গনা কাব্য । ফ্রান্সের ভার্সাই নগরীর বিজনবাসে অন্তরের সুরে সুরে আর নয়নের জলে লিখলেন চতুর্দশপদী কবিতাগুলি। 

এবার গ্রন্থগুলিরক্ৰমিক আলােচনায়কাব্য রচনায় মধুসূদনের স্বতন্ত্র প্রতিভাধর্মেরউন্মেষণার প্রয়াস করা যেতে পারে । যথাঃ

Michael Madhusudan Dutta quotes in Bengali

  Captive Ladie : Madras Circulator fantu ‘ Timothy Pen Poem ছদ্মনামে ইংরাজি ভাষায় গ্রন্থটি কবি রচনা করেন । এতে পৃথ্বিরাজ ও সংযুক্তার কাহিনি বর্ণিত হয়েছে । ভাষাইংরাজি হলেও বিষয়বস্তু খাঁটি ভারতীয় । তিলােত্তমাসম্ভব কাব্যঃ চারটি সর্গে রচিত তিলােত্তমা কাব্যটি কী ভাব , কীআঙ্গিক উভয় দিক দিয়েই বাংলা কাব্যজগতের নতুন যুগের সূচনাকাঠি । দেবদ্রোহী দ্বৈত ভ্রাতৃদ্বয় । সুন্দ - উপসুন্দের আখ্যান এখানে নতুন করে বলার চেষ্টা করেছেন কবি।দুইভাই অত্যন্ত ধার্মিক হয়েওকীভাবে আত্মবিস্মৃত হল ও পরস্পরকে আঘাত করে নিহত হল তার কথা সংস্কৃত পুরাণ থেকে গৃহীত হয়েছে ।

  কাব্য মূল্যায়ন প্রথম আখ্যান কাব্যের সূচনা হয় এইকাব্যটির মধ্য দিয়ে । সুন্দ - উপসুন্দর চরিত্র সৃষ্টিতে কবির অভিনবত্ব আনয়ন লক্ষণীয় । এই কাব্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দেব প্রয়ােগ লক্ষ্য করা যায় । বাীতির বৈচিত্র ব্যতীত কাহিনীগ্রন্থনেও চরিত্র সৃজনেমধুসূদনীয় ।

Michael Madhusudan Dutta quotes in Bengali

  মেঘনাদবধ কাব্য  ঃ এই কাব্যের প্লট গড়ে উঠেছে রামায়ণের রাম - রাবণের যুদ্ধের অংশবিশেষকে নিয়ে । লক্ষ্মণ কর্তৃক মেঘনাদের হত্যাই এই কাব্যের মূল উপজীব্য । ক্ষত্রিয় । বিরাটত্বে - বিশালত্বে মধুসূদনের কাব্য যেন নতুন যুগের দিশারি । ঔজ্জ্বল্য প্রকাশ্যে পাওয়া যায় না । এম জলাঞ্জলি দিয়ে কাপুরুষতার হস্তে এক মহান বীরের পরাভাবের কাহিনি এখানে চিত্রিত ।


 কাব্য মূল্যায়ন এই কাব্যেই প্রথম সার্থকভাবে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার লক্ষ্য করা যায় । অনার্য রাক্ষস রাবণকে কবি যুগােপযােগী তীব্র ব্যক্তিত্ব , প্রখর আত্মমর্যাদাবােধ ও বিপুল সৌর্য - বীর্যের উৎসরূপে অঙ্কন করেছেন তা উনবিংশ শতাব্দীর নবমানবতাবােধের উন্মােচন ঘটেছে । মহাকাব্যের সংজ্ঞা মেনে বিরাটত্বও বিশালত্বেরাবণও ইন্দ্রজিত চিত্রিত । লক্ষণ কিছুটা ম্লান হলেও সীতার নির্মাণে কবি দক্ষতা দেখিয়েছেন ।


 ব্রজাঙ্গনা কাব্যঃকৃবিরহে উন্মত্ত শ্রীরাধিকার বিলাপােক্তিও দীর্ঘশ্বাসে সমাপ্তি হয়েছে ব্রজাঙ্গনা কাব্য । বৈষব সাহিত্যের ভক্তি বা রসতত্ত্ব নয় , তার মানবিক অনুভূতির দিকটি । এখানে প্রস্ফুটিত ।

Michael Madhusudan Dutta quotes in Bengali

 বীরাঙ্গনা কাব্য: রােমান কবি পাবলিয়াস এবং ইতালির কবি ভিডিয়াস ন্যাসাের Heroides ’ শীর্ষক পত্ৰকাব্যের আদর্শে মধুসূদন ভারতীয় পৌরাণিক পুরঙ্গনা ও বীরাঙ্গনাদের এক অভিনব চরিত্র চিত্র ‘ বীরাঙ্গনা’তে উপস্থাপিত করেছেন । মােট ১১ জন ভারতীয় নারীর প্রেম - বিরহ - কাম - প্রতিহিংসার ছবি ১১ টি কল্পিত চিঠির সাহায্যে মূর্ত হয়েছে । এদের কেউ নিষিদ্ধ প্রেমে উন্মাদিনী , কেউ প্রিয়সঙ্গ লাভের জন্য কামাতুরা , কেউ বা দুর্বল ভীরু স্বামীর প্রতি তীব্র বাক্যবাণ বর্ষণে অকৃপণা । পত্রগুলির মধ্যে সােমের প্রতি তারা ’ , দুষ্মন্তের প্রতি শকুন্তলা ’ , ‘ দশরথের প্রতি কেকয়ী ’ , ‘ নীল ধ্বজের প্রতি জনা’কাব্যাংশে উৎকৃষ্ট। 


কাব্য মূল্যায়নঃ এই কাব্যের চরিত্রগুলির উৎসভূমি প্রাচীন সাহিত্য হলেও এদের মূল উৎস পাশ্চাত্যের ব্যক্তিস্বাতন্ত্রবাদের অনুসারী । বাংলা সাহিত্যে এটিই প্রথম পত্রকাব্য বলে পরিচিত । ভিডিয়াসের Heroides কাব্যের নায়ক - নায়িকাদের সঙ্গে মধুসূদন কাব্যের নায়ক - নায়িকাদের কিছুটা সাদৃশ্য লক্ষ্য করা যায় । চতুর্দশপদী কবিতাবলিঃ এখানে কবি মধুসূদনের ব্যক্তিজীবনের মন্ময় উদ্ভাস , হৃদয় গহনে লুকিয়ে থাকা নিবিড় ব্যক্তিক অনুভূতি গীতিরসসিক্ত হয়ে প্রকাশিত । এখানে দেশের নানা স্মৃতি , নদ - নদী , নিসর্গ প্রীতি বারে বারে উদ্ভাসিত হয়েছে প্রবাসী কবির ভাবনায় । 

শুধু বিষয়বস্তুর গ্রন্থনে ও ভাবের ব্যঞ্জনায় নয় , কাব্য সৌন্দর্যের অসাধারণত্বেও মধুসূদন তাঁর কাব্যকাননকে ঐশ্বর্য মণ্ডিত করেছিলেন । ভাব আঙ্গিক এবং মণ্ডনকলার বিরাটের বিশালতা মধুসূদন কাব্যে যার মতন যুগের দিশারী।




 অনুরূপভাবে লেখা যায়  ঃ বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান

Post a Comment

0 Comments