kalyani university 3rd year review result 2019

kalyani university 3rd year review result 2019 : কল্যাণী ইউনিভার্সিটি থার্ড ইয়ার রিভিউ রেজাল্ট কবে দেবে।



kalyani university 3rd year review result 2019

ইউনিভারসিটি অফ কল্যানী

কল্যাণী ইউনিভার্সিটি থার্ড ইয়ারের পরীক্ষা এবং ফল প্রকাশ হয়ে গেছে অনেকদিন আগেই। এখন কথা হচ্ছে যে সকল স্টুডেন্ট নম্বর কম অথবা সাপ্লিমেন্ট পাওয়ার জন্য তাদের রেজাল্ট টিকে রিভিউ করতে দিয়েছিল, তাদের সেই রিভিউ রেজাল্ট অর্থাৎ নতুন রেজাল্ট কবে দেওয়া হবে?

kalyani university 3rd year review result 2019

ইউনিভারসিটি অফ কল্যানী বিগত কয়েক বছরের রিভিউ রেজাল্টের প্রকাশের ভিত্তিতে বলা যেতে পারে যে এবছরও গত বছরের ন্যায় কালী পূজার পর পরীক্ষার রিভিউ রেজাল্ট দিতে পারে। এটি কিন্তু সম্পূর্ণ আশা ভিত্তিক। অর্থাৎ আশা করা যায় বিগত কয়েক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে কালীপুজোর পর রেজাল্ট দিতে পারে। এটা কিন্তু স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না। তবে সম্ভাবনাা রয়েছে কালীপুজোর পরে দিতেে পারে।
kalyani university 3rd year review result 2019
আমরা এ বিষয়ে নজর রাখছি, কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে নতুন কোন এ বিষয়ে নোটিফিকেশন প্রকাশ হলে আমরা সকলের প্রথম তা তুলে ধরবো তোমাদের মাঝে। অর্থাৎ এ বিষয়ে নতুন কোন নোটিশ প্রকাশ হলে এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তার বিস্তারিত। এছাড়া এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেল আপডেট পেয়ে যেতে পারোতো। সে কারণে তোমরা আমাদের একটু চ্যানেলটিকে ফলো করতে পারো।

https://www.youtube.com/channel/UCSzJWfSh_HhIeLYSOtu7cXA
Ami wb 


কল্যাণী ইউনিভার্সিটি রেজাল্ট এই ওয়েবসাইটটি মূলত কল্যাণী ইউনিভার্সিটির পরীক্ষার ফলাফল প্রকাশ বিষয়ে তোমাদেরকে আপডেট দিয়ে থাকে। সাথে সাথে পড়াশুনা মূলক বিষয় নিয়ে আলোচনা ও করা হয়।
Kalyaniuniversityresult.co

তোমরা চাইলে নিজেরাও ইউনিভারসিটি অফ কল্যানী ইমেইল অথবা সরাসরি কল করে রেজাল্টের বিষয়ে জিজ্ঞাসা অথবা অন্যান্য প্রশ্ন থাকলে তা করতে পারো।

নিচে আমরা ইউনিভারসিটি অফ কল্যানী যাবতীয় ঠিকানা ফোন নাম্বার এবং ইমেইল নাম্বার দিয়ে দিচ্ছি। তোমার ওখান থেকে চাইলে যোগাযোগ করে নিতে পারো।
kalyani university 3rd year review result 2019

এবং যোগাযোগের মাধ্যমে যদি কোন রকম তথ্য তোমরা পেয়ে থাকো, তবে কমেন্ট বক্সে জানিয়ে দিও যাতে আরো সকল স্টুডেন্ট এবিষয়ে জানতে পারে।


যোগাযোগ :-

University of Kalyani, Kalyani,Nadia, West Bengal-741235,India

ইমেইল : kuhelpdesk@klyuniv.ac.in

মোবাইল : (033) 2582-8750
                 (033) 2582-8378 (FAX)

kalyani university 3rd year review result 2019

Post a Comment

0 Comments