Madhyamik And Hs Result Date 2019
প্রতি বছরের ন্যায় সকাল নটায় সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন এবং সকাল দশটার পর থেকে পর্ষদে অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরনের কাজ শুরু হবে। সকল ছাত্র-ছাত্রী দশটার পর থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজেদের ফলাফল জেনে নিতে পারবে।
মাধ্যমিক পরীক্ষার ফলাফল
জুন মাসে প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার। এমটাই খবর পাওয়া গিয়েছে।লোকসভা নির্বাচনের পর প্রকাশিত হবে ফলাফল। জুন মাসের প্রথম সপ্তাহতেই রয়েছে তার সম্ভাবনা।WBBSE 2019 | তারিখ |
পরীক্ষার তারিখ | 12 ফেব্রুয়ারী – 22 ফেব্রুয়ারী 2019 |
রেজাল্ট ঘোষণা | জুন 2019 |
২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০.৬৬ লক্ষ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ জানিয়েছেন, “মে মাস অবধি চলবে ১৭ তম লোকসভা নির্বাচন। যার ফলে সে সময় মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা যাবে না। আগামী শিক্ষাবর্ষে জুন থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তির কথা মনে রেখে পর্ষদ জুনের শেষ সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা করার চেষ্টা করবে।
সারা পশ্চিমবঙ্গ জুড়ে এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে এবং শেষ হয়েছিল ২২ ফেব্রুআরি ২০১৯ তারিখে।
প্রতিবছরই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে চর্চার বিষয় থাকে যে তাদের রেজাল্ট কবে প্রকাশ পাবে। তাইজন্য , শিক্ষার্থীদের এই চিনতা থেকে মুক্তি পাওয়ার জন্য, নিচে আমরা গত কিছু বছরের রেজাল্ট প্রকাশ পাওয়ার তারিখ আলোচনা করলাম। ফলে, শিক্ষার্থীরা এই বছরের রেজাল্ট প্রকাশ পাওয়ার সময় সম্মন্ধে ধারণা করতে পারবে। নিচের টেবিল টি দেখুন।
প্রতিবছরই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে চর্চার বিষয় থাকে যে তাদের রেজাল্ট কবে প্রকাশ পাবে। তাইজন্য , শিক্ষার্থীদের এই চিনতা থেকে মুক্তি পাওয়ার জন্য, নিচে আমরা গত কিছু বছরের রেজাল্ট প্রকাশ পাওয়ার তারিখ আলোচনা করলাম। ফলে, শিক্ষার্থীরা এই বছরের রেজাল্ট প্রকাশ পাওয়ার সময় সম্মন্ধে ধারণা করতে পারবে। নিচের টেবিল টি দেখুন।
সাল | মোট পাশের হার % | মোট পরীক্ষার্থী |
2013 | 81.00 | 07,67,340 |
2014 | 78.45 | 08,12,340 |
2015 | 81.80 | 08,45,205 |
2016 | 82.74 | 11,43,372 |
2017 | 85.65 | 10,71,000 |
2018 | 85.49 | 11,02,921 |
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল:
২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ২০১৯। এবং পরীক্ষা চলে ১৩মার্চ ২০্১৯ পর্যন্ত।
২০১৯ সালে মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা এবছর অনেকটাই বেশি রয়েছে। একইসঙ্গে গত বছরের তুলনায় এবছর ৫৩ হাজার বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল।
WBBSE 2019 | তারিখ |
পরীক্ষার তারিখ | 26 ফেব্রুয়ারী 2019 - 13 মার্চ 2019 |
রেজাল্ট ঘোষণা | জুন 2019 |
প্রতিবছরই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে চর্চার বিষয় থাকে যে তাদের রেজাল্ট কবে প্রকাশ পাবে। তাইজন্য , শিক্ষার্থীদের এই চিনতা থেকে মুক্তি পাওয়ার জন্য, নিচে আমরা গত কিছু বছরের রেজাল্ট প্রকাশ পাওয়ার তারিখ আলোচনা করলাম। ফলে, শিক্ষার্থীরা এই বছরের রেজাল্ট প্রকাশ পাওয়ার সময় সম্মন্ধে ধারণা করতে পারবে। নিচের টেবিল টি দেখুন।
2018 | 08 June 2018 |
2017 | 20 May 2017 |
2016 | 16 May 2016 |
2015 | 29 May 2015 |
2014 | 30 May 214 |
Grade System:
Marks | Grade | Remarks |
90-100 | AA | Outstanding |
80-89 | A+ | Excellent |
60-79 | A | Very Good |
45-59 | B+ | Good |
35-44 | B | Satisfactory |
25-34 | C | Marginal |
Below 25 | D | Disqualified |
গত পাঁচ বছরের শতকরা হার নীচে দেওয়া হয়েছে।তাহলে থেকে কিছুটা ধারণা নেওয়া যায়।
WB HS Result Previous Year Analysis
Year | Total Students | Total Pass Percentage (%) |
2018 | 8,04895 | 83.75 |
2017 | 7,44,507 | 85.65 |
2016 | 7, 89,204 | 83.65 |
2015 | 6,62,000 | 86.74 |
2014 | 7,50,000 | 82.56 |
পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে
প্রত্যেকটি সাইটে একটি ক্লিকের মাধ্যমে চলে যেতে পারবে।
3. www.wb.allresults.nic.in (এখনও চালু হয়নি)
এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB <রোল নম্বর > পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।
উদাহরণঃ WB < 654387 > <123564>58888
এছাড়াও রেজাল্ট জানার জন্য নিচের ফরমটি ফিলাপ করে সাবমিট করে। এবং বিনা খরচায় Sms/Email -এর মাধ্যমে তোমাদেরকে রেজাল্ট দিয়ে দেয়া হবে।
স্কুলের রেজাল্ট দেওয়ার অনেক আগেই তোমরা রেজাল্ট টি দেখে নিতে পারবে।
*শুধুমাত্র ১০০০ জন কে এই সুবিধা প্রদান করা হবে।
তাই তাড়াতাড়ি করুন। সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা পাওয়ার জন্য।
অনলাইনে ফলাফল প্রকাশ হওয়ার কিছু সময়ের মধ্যে তোমাদের নির্দিষ্ট মোবাইল নাম্বারে অথবা ইমেইলে পেয়ে যাবে তোমাদের রেজাল্ট।
Madhyamik Result 2019 || মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ২০১৯
এই সুবিধা গুলি পাওয়ার জন্য উপরের ফরমটি ফিলাপ করা বাধ্য নিও। এবং যত তাড়াতাড়ি সম্ভব ফরমটি ফিলাপ করে সাবমিট করে রাখুন।
আপনি যত তাড়াতাড়ি সাবমিট করে আপনার ডকুমেন্ট জমা দেবেন তবে আপনি উপরে থাকবেন এবং সবার আগে আপনার ফলাফল আপনাকে পাঠিয়ে দেয়া হবে।
এছাড়াও তোমরা আমাদেরকে সরাসরি Email করতে পারো এই ঠিকানায়।
0 Comments