2019
BENGALI
[ GENERAL ]
Paper : IV
| NEW SYLLABUS ]
Full Marks : 100 Time : 3 Hours
১x১০ = ১০
১ । যে কোনাে দশটি শব্দের বাংলা পরিভাষা লেখাে।
Absorb . Bar Council , case Diary , Data Bank . । Embargo , Grievance , Inflation , Kit - Bag . Letter of Authority , Mutation , Orphanage , Quotation . Sabotage , Tender , Voluntary Wages , Zero hour .২ । প্রফ সংশােধন করাে । মান - ১৫
মূল কপিআমাদের বাড়ীর নিম্নেই গঙ্গা প্রবাহিত । বাল্যকাল হইতেই নদীর সহিত আমার সখ্য জন্মিয়াছিল , বৎসরের এক সময়ে জল প্লাবন করিয়া জলস্রোত বহুদূর পর্যন্ত বিস্তৃত হইত , আবার হেমন্তের শেষে ক্ষীণ কলেবর ধারণ করিত । প্রতিদিন জোয়ার ভাটায় বারিপ্রবাহের পরিবর্তন লক্ষ্য করিতাম । নদীকে আমার একটী গতি পরিব ইবন বলিয়া মনে হইত । সন্ধ্যা হইলেই একা নদীতীরে অs বদিতাম । ছোট ছােট তরঙ্গগুলি তীরভূমিতে আইডিয়া পরি কল গীত গাহিয়া অবিশ্রান্ত চলিয়া যাইত।
প্রফ কপি
আমাদের বারীর নিচেই গংগা প্রবাহিত । বাল্পকাল হইতেই নদী সহিত আমার সখ্য জন্মিয়া ছিল , বৎসরের একসময়ে কুল পানে করিয়া জলসােত বহুদূর পর্যন্ত বিস্তৃত হত , আবার হেমন্তের শেষে । ক্ষীণ কলেবর ধারণ করিত । প্রদিতিন জোয়ার ভাটায় বারিপ্রবাহের । পবিবর্ধন লক্ষ করি তাম । নদীকে আমরা একটা গতি পরিবর্তনশীল । জিবন বলিয়া মনে হইত । সন্ধ্যা হইলেই একা ঝ নদীতীরে আসি । বলিতাম । ছােট ছােট তরঙ্গ গুলি তীরভূবিতে আছড়িয়া পড়িয়া । কুলু ল গিত গা হিয়া অবিশ্রান্ত চলিয়া যাইত । ।
৩ । রােমীয় বর্ণমালায় নিম্নলিখিত অনুচ্ছেদের লিপ্যন্তর করাে : মান - ১৫
সব দিক রক্ষা করে চলবার উদ্দেশ্য এবং অর্থ হচ্ছে নিজেকে রক্ষা করা । আমরা সামাজিক জীবনে নিত্যই সে কাজ করে থাকি । কিন্তু কি জীবনে কি সাহিত্যে , কোনাে একটা বিশেষ মত কি ভাবকে প্রাধান্য দিতে না পারলে আমাদের যত্ন , চেষ্টা এবং পরিশ্রম সবই নিরর্থক হয়ে যায় , মনােজগতেও যদি আমরা শুধু ডাঙায় বাঘ আর জলে কুমির দেখি , তাহলে আমাদের পক্ষে তটস্থ হয়ে থাকা । ছাড়া উপায়ান্তর নেই ।
অথবা
মা লক্ষ্মী , কৃপা করাে । কাঞ্চন দিয়ে কাচ নেবাে না । শাঁখা থাকতে চুড়ি পরবাে না । ঘরের থাকতে পরের নেবাে না । পরের দুয়ারে ভিক্ষা করবাে না । ভিক্ষার ধন হাতে তুলবাে না । মােটা অন্ন ভােজন করবাে । মােটা বসন অঙ্গে নেবাে । মোটা ভূষণ আভরণ করবে । পড়শীকে খাইয়ে নিজে খাব । ভাইকে খাইয়ে পরে খাব । মোটা অন্ন অক্ষয় হােক , মােটা বস্ত্র অক্ষয় হােক , ঘরের লক্ষ্মী ঘরে থাকুন ।
৪ ) বিদেশী ভাষা থেকে মাতৃভাষায় অনুবাদের মাধ্যমে কীভাবে কোন বিষয়ে সাহিত্য পাঠকের আগ্রহ বিস্তৃত হতে পারে , সে প্রসঙ্গে কোনাে বিশিষ্ট অনুবাদকের সঙ্গে সাক্ষাৎকারের খসড়া রচনা করাে। ১০।
| অথবা
বন্যাদুর্গত এলাকায় জল নেমে যাওয়ার পর পেটের নানারকম রােগের প্রাদুর্ভাব দেখা দেয় - এর কারণ ও প্রতিকারের উপায় । সম্পর্কে চিকিৎসকের সঙ্গে একটি সাক্ষাৎকার রচনা করাে । ১০
৫) সমাজে নারী নির্যাতন বন্ধের বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন । প্রস্তুত করাে ।
অথবা
ক্রমাগত নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সম্পর্কে একটি সংক্ষিপ্ত । প্রতিবেদন লেখাে ।
৬ । বাংলায় অনুবাদ করাে ।
Some years ago , on being questioned as to the events of my past life , I had occasion to pry into this picture charmber . I had thought to be content with selecting some few Imaterials for my lifes stor . I then discovered , as I opened the door , that
Life ' s memories are not Life ' s history , but the original work of an unseen artist,
। OR
The main object of teaching is not to explain meanings , but to knock at the door of the mind . If any boy is asked to give an account of what is awakened in him at such knocking , he will probably say something very silly . For what happens within is much bigger than what he can express in words Those who pin their faith on University examinations as a test of all educational results take no account of this fact .
৭) যে কোনাে একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো : ২০
ক ) বাংলা জীবনী সাহিত্য ।
খ ) রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক - সাংকেতিক নাটক ।
গ ) বাংলা কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান ।
ঘ ) জন্মশতবর্ষে সুভাষ মুখােপাধ্যায় ।
৮) সর্বসাধারণের জন্য অনুষ্ঠিতব্য একটি সংগীত প্রতিযােগিতা সম্পর্কে একটি বিজ্ঞাপন প্রস্তুত করাে।
অথবা ।
পরিবেশ রক্ষার সপক্ষে সংবাদপত্রে প্রকাশের উপযােগী একটি বিজ্ঞাপন প্রস্তুত করাে ।
প্রশ্ন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Pdf file download here
kalyani university 3rd year bengali general question paper 2019
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বছর বাংলা সাধারণ প্রশ্নপত্র ২০১৯
0 Comments