kalyani university 3rd year bengali general question paper 2019

2019 
BENGALI 
[ GENERAL ]
 Paper : IV 
| NEW SYLLABUS ] 

Full Marks : 100                       Time : 3 Hours 

The figures in the right - hand margin indicate marks Candidates are required to give their answers in । their own words as far as practicable.

১x১০ = ১০ 

১ । যে কোনাে দশটি শব্দের বাংলা পরিভাষা লেখাে।

Absorb . Bar Council , case Diary , Data Bank . । Embargo , Grievance , Inflation , Kit - Bag . Letter of Authority , Mutation , Orphanage , Quotation . Sabotage , Tender , Voluntary Wages , Zero hour .

২ । প্রফ সংশােধন করাে ।                             মান - ১৫

মূল কপি

আমাদের বাড়ীর নিম্নেই গঙ্গা প্রবাহিত । বাল্যকাল হইতেই নদীর সহিত আমার সখ্য জন্মিয়াছিল , বৎসরের এক সময়ে জল প্লাবন করিয়া জলস্রোত বহুদূর পর্যন্ত বিস্তৃত হইত , আবার হেমন্তের শেষে ক্ষীণ কলেবর ধারণ করিত । প্রতিদিন জোয়ার ভাটায় বারিপ্রবাহের পরিবর্তন লক্ষ্য করিতাম । নদীকে আমার একটী গতি পরিব ইবন বলিয়া মনে হইত । সন্ধ্যা হইলেই একা নদীতীরে অs বদিতাম । ছোট ছােট তরঙ্গগুলি তীরভূমিতে আইডিয়া পরি কল গীত গাহিয়া অবিশ্রান্ত চলিয়া যাইত।

প্রফ কপি

 আমাদের বারীর নিচেই গংগা প্রবাহিত । বাল্পকাল হইতেই নদী সহিত আমার সখ্য জন্মিয়া ছিল , বৎসরের একসময়ে কুল পানে করিয়া জলসােত বহুদূর পর্যন্ত বিস্তৃত হত , আবার হেমন্তের শেষে । ক্ষীণ কলেবর ধারণ করিত । প্রদিতিন জোয়ার ভাটায় বারিপ্রবাহের । পবিবর্ধন লক্ষ করি তাম । নদীকে আমরা একটা গতি পরিবর্তনশীল । জিবন বলিয়া মনে হইত । সন্ধ্যা হইলেই একা ঝ নদীতীরে আসি । বলিতাম । ছােট ছােট তরঙ্গ গুলি তীরভূবিতে আছড়িয়া পড়িয়া । কুলু ল গিত গা হিয়া অবিশ্রান্ত চলিয়া যাইত । ।

 ৩ । রােমীয় বর্ণমালায় নিম্নলিখিত অনুচ্ছেদের লিপ্যন্তর করাে :                                    মান - ১৫ 


 সব দিক রক্ষা করে চলবার উদ্দেশ্য এবং অর্থ হচ্ছে নিজেকে রক্ষা করা । আমরা সামাজিক জীবনে নিত্যই সে কাজ করে থাকি । কিন্তু কি জীবনে কি সাহিত্যে , কোনাে একটা বিশেষ মত কি ভাবকে প্রাধান্য দিতে না পারলে আমাদের যত্ন , চেষ্টা এবং পরিশ্রম সবই নিরর্থক হয়ে যায় , মনােজগতেও যদি আমরা শুধু ডাঙায় বাঘ আর জলে কুমির দেখি , তাহলে আমাদের পক্ষে তটস্থ হয়ে থাকা । ছাড়া উপায়ান্তর নেই ।

অথবা

 মা লক্ষ্মী , কৃপা করাে । কাঞ্চন দিয়ে কাচ নেবাে না । শাঁখা থাকতে চুড়ি পরবাে না । ঘরের থাকতে পরের নেবাে না । পরের দুয়ারে ভিক্ষা করবাে না । ভিক্ষার ধন হাতে তুলবাে না । মােটা অন্ন ভােজন করবাে । মােটা বসন অঙ্গে নেবাে । মোটা ভূষণ আভরণ করবে । পড়শীকে খাইয়ে নিজে খাব । ভাইকে খাইয়ে পরে খাব । মোটা অন্ন অক্ষয় হােক , মােটা বস্ত্র অক্ষয় হােক , ঘরের লক্ষ্মী ঘরে থাকুন ।

৪ ) বিদেশী ভাষা থেকে মাতৃভাষায় অনুবাদের মাধ্যমে কীভাবে কোন বিষয়ে সাহিত্য পাঠকের আগ্রহ বিস্তৃত হতে পারে , সে প্রসঙ্গে কোনাে বিশিষ্ট অনুবাদকের সঙ্গে সাক্ষাৎকারের খসড়া রচনা করাে। ১০।

| অথবা

 বন্যাদুর্গত এলাকায় জল নেমে যাওয়ার পর পেটের নানারকম রােগের প্রাদুর্ভাব দেখা দেয় - এর কারণ ও প্রতিকারের উপায় । সম্পর্কে চিকিৎসকের সঙ্গে একটি সাক্ষাৎকার রচনা করাে । ১০

৫) সমাজে নারী নির্যাতন বন্ধের বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন । প্রস্তুত করাে ।

 অথবা

 ক্রমাগত নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সম্পর্কে একটি সংক্ষিপ্ত । প্রতিবেদন লেখাে । 

৬ । বাংলায় অনুবাদ করাে ।

Some years ago , on being questioned as to the events of my past life , I had occasion to pry into this picture charmber . I had thought to be content with selecting some few Imaterials for my lifes stor . I then discovered , as I opened the door , that
Life ' s memories are not Life ' s history , but the original work of an unseen artist,

 । OR

 The main object of teaching is not to explain meanings , but to knock at the door of the mind . If any boy is asked to give an account of what is awakened in him at such knocking , he will probably say something very silly . For what happens within is much bigger than what he can express in words Those who pin their faith on University examinations as a test of all educational results take no account of this fact .

৭) যে কোনাে একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো : ২০

ক ) বাংলা জীবনী সাহিত্য ।
খ ) রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক - সাংকেতিক নাটক ।
গ ) বাংলা কথাসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান ।
 ঘ ) জন্মশতবর্ষে সুভাষ মুখােপাধ্যায় ।

৮) সর্বসাধারণের জন্য অনুষ্ঠিতব্য একটি সংগীত প্রতিযােগিতা সম্পর্কে একটি বিজ্ঞাপন প্রস্তুত করাে। 

অথবা । 

 পরিবেশ রক্ষার সপক্ষে সংবাদপত্রে প্রকাশের উপযােগী একটি বিজ্ঞাপন প্রস্তুত করাে ।

প্রশ্ন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Pdf file download here

kalyani university 3rd year bengali general question paper 2019

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বছর বাংলা সাধারণ প্রশ্নপত্র ২০১৯


কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বছর বাংলা সাধারণ প্রশ্নপত্র ২০১৯

Post a Comment

0 Comments