কল্যাণী বিশ্ববিদ্যালয়
কল্যাণী বিশ্ববিদ্যালয় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি বিশ্ববিদ্যালয়।
কল্যাণী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ১ নভেম্বর ১৯৬০।
এই বিশ্ববিদ্যালয়টি ন্যাক কর্তৃক তিন তারা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপ্রাপ্ত।
এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মোট আয়তন ৪০০ একর ।কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে কতগুলি কলেজ। এই বিশ্ববিদ্যালয় কর্তৃক সহায়তা ও অনুমোদনপ্রাপ্ত কলেজের সংখ্যা ৩৭ ।
নদিয়া মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা নিয়ে অবস্থিত এই কলেজ গুলি নদীয়া মুর্শিদাবাদে এবং উত্তর 24 পরগনা রয়েছে কলেজের সংখ্যা যথাক্রমে (১৬টি নদিয়ায়, ২০টি মুর্শিদাবাদে ও ১টি উত্তর ২৪ পরগনায়)।
এগুলি ছাড়া বিগত বছরগুলিতে বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজও এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়েছে।
২১৭ জন শিক্ষক ও ২০০০ স্নাতকোত্তর ও পিএইচডি ছাত্রছাত্রী সহ এই বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলি হল বিজ্ঞান, কলা ও বাণিজ্য, শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ও ম্যানেজমেন্ট, আইন, সঙ্গীত ও চারুকলা। মোট বিভাগের সংখ্যা ২৫।
প্রাঙ্গণ
রাজধানী কলকাতার ৫০ কিলোমিটার উত্তরে নয়নাভিরাম গ্রামীণ পরিবেশে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মূল ও বৃহৎ শিক্ষাপ্রাঙ্গণটি অবস্থিত। এই অবস্থানগত সুবিধা বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ’-এর পক্ষে বিশেষ উপযুক্ত।
বিজ্ঞান বিভাগ
পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিসংখ্যাতত্ববিদ্যা, গণিত।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মোট ৩৭ টি কলেজ রয়েছে। এর মধ্যে নদীয়া জেলার ২০ টি মুর্শিদাবাধ জেলার ১৬ টি ও ১ টি উত্তর ২৪ পরগনা জেলার।কলেজ গুলির তালিকা:
তালিকা
- আশাননগর মদন মোহন তালুকদার কলেজ
- বহরামপুর কলেজ
- বেরহামপুর গার্লস্ কলেজ
- বেথুয়াডহরি কলেজ
- চাকদাহ কলেজ
- চাপড়া বাঙ্গালঝি কলেজ
- চাপড়া গভর্মেন্ট কলেজ
- ডোমকল গার্লস্ কলেজ
- ডঃ বি.আর. আম্বেদকর কলেজ
- দুঃখুলাল নিবারণ চন্দ্র কলেজ
- দুমকল কলেজ
- দ্বিজেন্দ্রলাল কলেজ
- হরিণঘাটা মহাবিদ্যালয়
- হাজী এ.কে খান কলেজ
- জলঙ্গী মহাবিদ্যালয়
- জঙ্গিপুর কলেজ
- Jatindra Rajendra Mahavidyalaya
- কল্যাণী গভর্মেন্ট কলেজ
- কল্যাণী মহাবিদ্যালয়
- কাঁচরাপাড়া কলেজ
- কাঁন্দি রাজ কলেজ
- করিমপুর পান্নাদেবী কলেজ
- কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজ
- কৃষ্ণনগর মহিলা কলেজ
- Krishnath College
- লালগোলা কলেজ
- Muragacha Government College
- Murshidabad Adarsha Mahavidyalaya
- Muzaffar Ahmed Mahavidyalaya
- নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ
- Nabagram Amar Chand Kundu College
- Nagar College
- Nur Mohammad Smriti Mahavidyalaya
- Panchthupi Haripada Gouribala College
- পলাশী কলেজ
- Pritilata Mahila Mahavidyalaya
- Prof. Sayed Nurul Hasan College
- রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ
- রানাঘাট কলেজ
- Rani Dhanya Kumari College
- Sagardighi Kamada Kinkar Smriti Mahavidyalaya
- শান্তিপুর কলেজ
- শ্রীকৃষ্ণন কলেজ
- শ্রীপাত সিংহ কলেজ
- Sewnarayan Rameswar Fatepuria College
- Subhas Chandra Bose Centenary College
- Sudhiranjan Lahiri Mahavidyalaya
- তেহট্ট গভর্মেন্ট কলেজ
আইন কলেজ
- Snehangshu Kanta Acharya Institute of Law
- বিমলাচন্দ্র আইন কলেজ
- জে.আর.এস.ই.টি. আইন কলেজ
- Mohammad Abdul Bari Institute of Juridical Science
0 Comments