4fun App

4fun App 



4fun apps - আজকে আমরা এই অ্যাপস টির সম্বন্ধে জানবো। 4 fun app download,4 fun apk download,4 fun download,4 fun india।



অ্যাপস টি কি

  অ্যাপসটি হচ্ছে এমন একটি অ্যাপস জেটিতে ভিডিও দেখার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। অ্যাপস টি আপনি ভিডিও দেখবেন এবং সেই ভিডিও শেয়ার করবেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং তার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। 



অ্যাপটির বিশেষ একটি বৈশিষ্ট্য এই যে এটি ভিডিও দেখার মাধ্যমে আপনাকে টাকা প্রদান করে যে টাকা আপনি আপনার পেটিএম একাউন্টে অতি সহজেই উইন্ডো করে নিতে পারবেন। এবং এই অ্যাপসটি থেকে আপনি আপনার বন্ধুদের রেফার করতে পারেন এবং সেখান থেকেও কিছু টাকা ইনকাম করতে পারেন ।

প্রত্যেকটি বন্ধুর রেফারে আপনি পাবেন 6 টাকা। এবং প্রত্যেকটি ভিডিও শেয়ারে আপনি পাবেন 1 টাকা করে যা প্রতিদিন হিসেবে 6 টাকা সর্বোচ্চ আপনি পেতে পারেন।

কিভাবে ডাউনলোড করব / কিভাবে ইন্সটল করব


অ্যাপস টি ডাউনলোড করতে হলে আপনি প্লে স্টোরে যেতে পারেন এবং সেখানে সার্চ করতে পারেন । 4fun.

অথবা আমাদের এই লিংক থেকে আপনি অত্যন্ত সহজে ডাউনলোড করে নিতে পারেন।



অ্যাপস টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

কিভাবে লগইন করবো

অ্যাপস টি ডাউনলোড করে নেয়ার পর আপনি আপনার মোবাইল নাম্বার অথবা জিমেইল নাম্বার অথবা সরাসরি ফেসবুক আইডি দিও লগইন হতে পারেন।
 আপনি আপনার পছন্দমত একটি লগইন সাইট বেছে নিন এবং লগইন করুন।

লগ ইন করবার আগে আপনাকে আপনার পছন্দের ভাষাটি বেঁচে নিতে হবে। এখানে বাংলা ভাষা ও এভেলেবেল তুমি চাইলে বাংলা ভাষা সিলেট করে নিতে পারবে এবং এগিয়ে যাবে লগইন হয়ে যাবে।



আপনি সুষ্ঠুভাবে লগইন করে ফেলার পর আপনার সামনে ঠিক এরকম একটি চলে আসবে উপরে যে ছবিটা দেয়া হয়েছে।



আপনি যদি উপরের এই লিংকটি থেকে অ্যাপস টি ডাউনলোড করে থাকেন তবে আপনি ডাউনলোড করার পর যখনই সাইন আপ করবেন এবং সাইনিং করার পরে আপনি পেয়ে যাবেন 50 টাকা বোনাস। তো এর জন্য আপনি উপরের ওই দিনটিকে অ্যাপস টি ডাউনলোড করে নিন।

ইনকাম কিভাবে করব



ইনকাম অপশনটি রয়েছে একদম শেষের মাই প্রোফাইল অপশনটিতে যেখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন আপনার মিন ব্যালেন্স কত



তো এবার আপনার কাজ হবে হোমপেজের ভিডিওগুলি আপনার হোয়াটসঅ্যাপগ্রুপে অথবা বন্ধুদের মধ্যে শেয়ার করা



আপনি ভিডিও দেখে এবং ভিডিও শেয়ার করে দিন সর্বোচ্চ 6 টাকা ইনকাম করতে পারবেন।

আপনার শেয়ার করা লিংক থেকে যদি কোন বন্ধু এই অ্যাপস টি ডাউনলোড করে এবং সেখানে সাইন ইন করে.

 

 তবে আপনি পেয়ে যাবেন প্রত্যেক ডাউনলোডে 6 টাকা।

আমি আমার বন্ধুদের মধ্যে কিভাবে লিংকটি শেয়ার করব


লিংক শেয়ার করার জন্য যে কোন একটি ভিডিওতে যাও এবং ভিডিও শেয়ার অপশনটি বেছে নাও হোয়াটসঅ্যাপ অপশনটি এবং হোয়াটসঅ্যাপে গিয়ে তুমি তোমার গ্রুপ অথবা তোমার ফ্রেন্ডের কে শেয়ার করে দাও ।



দেখবে ওখানে একটি লিংক শো করছে যেটি সবুজ রংয়ের। এবার তুমি চাইলে ভিডিও শেয়ার না করে ওই লিংকটি কপি করে তোমার বন্ধুদের কাছে পাঠাতে পারো। 

তোমার বন্ধুরা ওখান থেকে যদি অ্যাপস টি ডাউনলোড করে তাহলে তুমি পেয়ে যাবে 6 টাকা প্রত্যেক ডাউনলোড ।

টাকাটা উইন্ডো করব কি করে


তুমি এই অ্যাপসটি থেকে সর্বনিম্ন 200 টাকা তুলতে পারবে তোমার পেটিএম একাউন্টেক



যার জন্য তোমাকে তোমার একটি পেটিএম account থাকার প্রয়োজন। এবং তোমার ওই পে টি এম এ পড়তে এখানে সেভ করতে হব। 



উপরে যে ছবিটি দেয়া হয়েছে ঠিক সেভাবে। তোমার পেটিএম নাম্বারটি একটিভ করতে হবে। এখানে তোমার বেটির নাম্বারটি দিয়ে তুমি সেভ করে নাও এবং যখনি তোমার দুশো টাকা হয়ে যাবে তুমি এখান থেকে টাকা উইন্ডো পারবে


Post a Comment

0 Comments