Kalyani University 1st Year Result 2018

KALYANI UNIVERSITY 1ST YEAR RESULT 2018

Kalyani University 1st Year Result 2018:




Kalyani University 1st Year Result published in 12:12:2018 today,
Results published now this link,





Kalyani University 1st Year Result 2018


Latest Updated On 11-12- 2018 :- Kalyani University Will Soon Declare The Results of UG PG Odd Semester

Get kalyani University 1st, 2nd, 3rd year result and kalyani University 2nd year result 2018 online. For More Details Please Visit Our.

Kalyani University 1st Year Result 2018

Kalyani University Result 2018 BA BSC BCOM 1st 2nd 3rd Year Declared can check klyuniv.ac.in : The University of Kalyani, Established in 1960, is a state-government administered, affiliating and Research University in Nadia district of West Bengal, India.

Kalyani University Result 2018. KU UG/PG 1st, 2nd, 3rd Year Results Date 12/12/2018


কল্যাণী ইউনিভার্সিটির পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এই পরীক্ষার ফলাফল গুলি নিচে দেওয়া কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে খুবই সহজ প্রক্রিয়ার মাধ্যমে দেখে নিতে পারবে।

কিভাবে দেখবে তোমাদের পরীক্ষার ফলাফল?

পরীক্ষার ফলাফল দেখার জন্য নিচে কতগুলি ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দেয়া হচ্ছে। ওয়েবসাইট গুলোতে তোমরা এক ক্লিকের মাধ্যমে চলে যেতে পারবে এবং তোমাদের বিস্তারিত রেজাল্ট দেখে নিতে পারবে।

নিচে পরপর কয়েকটি ওয়েবসাইট দিয়ে রাখা হচ্ছে,
তোমরা একে একে একটির পর একটি ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে তোমাদের রেজাল্ট পাবলিস্ট হয়েছে কিনা যদি কোন একটি সাইডে ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ না হয় তাহলে পরবর্তী ওয়েবসাইটে খুব সহজে চলে যেতে পারবে। 

যার জন্য তোমাকে অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না। অর্থাৎ তোমাকে পুনরায় সার্চ করতে হবে না অন্য কোন সাইডে রেজাল্ট সাইটের জন্য এখানে পরপর সমস্ত সাইট দিয়ে রাখা হয়েছে যেগুলো কিনা পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য বেস্ট।

Kalyani University 1st Year Result 2018

Results published now ...
Today 2.30 pm


পরীক্ষার ফলাফল প্রকাশের ওয়েবসাইট গুলি







উপরিক্ত ছটি ওয়েবসাইট রয়েছে এটির মাধ্যমে তোমরা খুবই সহজে তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে কোন অসুবিধা হওয়ার কথা নয় কেননা তোমরা প্রত্যেকটিপ্রত্যেকটি ওয়েবসাইট এর উপরে এক ক্লিকেই চলে যেতে পারবে প্রত্যেকটি ওয়েবসাইটে।

কিভাবে রেজাল্ট দেখবো

এক এক করে প্রত্যেকটি ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের রোল নাম্বার নং এবং আরো যা যা তথ্য চাইবে সেগুলি দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে।

এ বিষয়ে ইউনিভার্সিটি ও কলেজের কর্তৃপক্ষের বক্তব্য।

কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার রেজাল্ট পাবলিস্ট হয়ে গেছে তোমরা এখান থেকে দেখে নাও সমস্ত বিস্তারিত দেখানো তোমার পাশ করেছ কিনা বিগত বছরের তুলনায় এ বছর পাসের সংখ্যা অনেক টায় কম।
গত বছর কিভাবে ছাত্র সেটা পাস করেছিল এবার পাশের সংখ্যা কম বিশ্বের সবচেয়ে থেকে এবার ফেল করেছে অথবা সাপ্লিমেন্ট নিয়ে পাস করেছ।

কল্যাণী ইউনিভার্সিটি ইন আন্ডার থাকা সমস্ত কলেজ গুলি থেকে যে পরিমাণ ছাত্র-ছাত্রী এবার পাস করেছে তা গতবার বা অন্যান্যঅন্যান্য বারের তুলনায় অত্যন্ত কম।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে প্রত্যেক বারের তুলনায় এবার ছাত্রছাত্রীদের পাসের হার কম হওয়ার কারণ কলেজে ঠিক মতন উপস্থিত না থাকা রাজনৈতিক ভাবে না করা।
কলেজ কর্তৃপক্ষ জানায় কলেজের শিক্ষক শিক্ষিকা সংখ্যাও ছাত্রের তুলনায় অত্যন্ত কম যা পুরো দেশটাকে সামাল দিতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হয়। কল্যাণী ইউনিভার্সিটির কাছে জানানো হয়েছে জানানো হয়েছে এ বিষয়ে
ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে খুব শীঘ্র।

Post a Comment

0 Comments