Kalyani University 1st Year Result 2018
![]() |
kalyani university 1st year result 2018 |
kalyani university 1st year result 2018.
Kalyani University B.A 1st year results 2018 in published for 22.10.2018. result published in result91.com & westBengalresult.com results published now.
Kalyani University B.A 1st year results 2018 in published for 22.10.2018. result published in result91.com & westBengalresult.com results published now.
কিভাবে দেখবে তোমাদের পরীক্ষার ফলাফল?
পরীক্ষার ফলাফল দেখার জন্য নিচে কতগুলি ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দেয়া হচ্ছে। ওয়েবসাইট গুলোতে তোমরা এক ক্লিকের মাধ্যমে চলে যেতে পারবে এবং তোমাদের বিস্তারিত রেজাল্ট দেখে নিতে পারবে।
নিচে পরপর কয়েকটি ওয়েবসাইট দিয়ে রাখা হচ্ছে,
তোমরা একে একে একটির পর একটি ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে তোমাদের রেজাল্ট পাবলিস্ট হয়েছে কিনা যদি কোন একটি সাইডে ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ না হয় তাহলে পরবর্তী ওয়েবসাইটে খুব সহজে চলে যেতে পারবে।
যার জন্য তোমাকে অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না। অর্থাৎ তোমাকে পুনরায় সার্চ করতে হবে না অন্য কোন সাইডে রেজাল্ট সাইটের জন্য এখানে পরপর সমস্ত সাইট দিয়ে রাখা হয়েছে যেগুলো কিনা পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য বেস্ট।
Kalyani University result publist on today this website
পরীক্ষার ফলাফল প্রকাশের ওয়েবসাইট গুলি
1. indianresults.net
2. Result91.com
3. klyuniv.ac.in
4. Exametc.com
5. Examresult.net
কিভাবে রেজাল্ট দেখবো
এক এক করে প্রত্যেকটি ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের রোল নাম্বার নং এবং আরো যা যা তথ্য চাইবে সেগুলি দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে।
kalyani university 1st year result 2018
The University of Kalyani, established in 1960, is a state-government administered, affiliating and research university in Nadia district of West Bengal, India. It offers courses at the undergraduate and post-graduate levels.
kalyani university 1st year result
কয়েকটি সবুজ গ্রামীণ এলাকার সীমানা স্পর্শ করে শহরটি শহুরে স্থাপনে স্থাপন করা হয়। গঙ্গার পূর্বাঞ্চলটি বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ২000 মিটার এবং কলকাতা থেকে মাত্র 50 কিমি দূরে অবস্থিত। এটি "কল্যাণী ঘোষপাড়া" রেলওয়ে স্টেশন, স্টেশন থেকে প্রশাসনিক বিল্ডিং থেকে 10 মিনিটের দূরত্বের দূরত্বের কাছাকাছি, এবং অন্যান্য ক্যাম্পাসগুলি এটির কাছাকাছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জমিটি আমেরিকান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল, যারা এখানে একটি আর্ম ডেপ্ট বজায় রেখেছিল। অতীত ইতিহাস প্রমাণ করার জন্য এখনও কিছু রাস্তাপথ এবং অন্যান্য নির্মাণ রয়েছে।
এ বিষয়ে ইউনিভার্সিটি ও কলেজের কর্তৃপক্ষের বক্তব্য।
কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার রেজাল্ট পাবলিস্ট হয়ে গেছে তোমরা এখান থেকে দেখে নাও সমস্ত বিস্তারিত দেখানো তোমার পাশ করেছ কিনা বিগত বছরের তুলনায় এ বছর পাসের সংখ্যা অনেক টায় কম।গত বছর কিভাবে ছাত্র সেটা পাস করেছিল এবার পাশের সংখ্যা কম বিশ্বের সবচেয়ে থেকে এবার ফেল করেছে অথবা সাপ্লিমেন্ট নিয়ে পাস করেছ।
কল্যাণী ইউনিভার্সিটি ইন আন্ডার থাকা সমস্ত কলেজ গুলি থেকে যে পরিমাণ ছাত্র-ছাত্রী এবার পাস করেছে তা গতবার বা অন্যান্যঅন্যান্য বারের তুলনায় অত্যন্ত কম।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে প্রত্যেক বারের তুলনায় এবার ছাত্রছাত্রীদের পাসের হার কম হওয়ার কারণ কলেজে ঠিক মতন উপস্থিত না থাকা রাজনৈতিক ভাবে না করা।
কলেজ কর্তৃপক্ষ জানায় কলেজের শিক্ষক শিক্ষিকা সংখ্যাও ছাত্রের তুলনায় অত্যন্ত কম যা পুরো দেশটাকে সামাল দিতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হয়। কল্যাণী ইউনিভার্সিটির কাছে জানানো হয়েছে জানানো হয়েছে এ বিষয়ে
ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে খুব শীঘ্র।
0 Comments